অনলাইন থেকে ইনকাম করার সেরা ৫টি মাধ্যম

অনলাইন থেকে ইনকাম করার সেরা ৫টি মাধ্যম


আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আসেন। ২০২৪ সালে এসে অনলাইন থেকে টাকা ইনকাম করার যে বিষয়টা এটা আর গোপন কিছু নয় বা হিডেন কোন টিক্স নয়। আপনারা সবাই জানেন এখন অনলাইন থেকে কী পরিমাণ ইনকাম করা সম্ভব। অনলাইনে ইনকামের বিষয়ে সবাই কম বেশি চিন্তা ভাবনা করে থাকেন। প্রিয় ভিজিটর আজকের এই পোষ্টে আমি হয়তো আপনাকে ইনকাম করতে শিখাতে পারবো না। তবে আমি আপনাদের মাঝে এমন টি মাধ্যম শেয়ার করবো যার মাধমে আপনি এই সময়ে এসে সঠিক পদ্ধতি অবলম্বন করে ইনকাম করতে পারবেন। সুতরা আপনাকে এই পোষ্টের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করে পোষ্টটি শুরু করছি।

অনলাইন শিক্ষক

অনলাইন শিক্ষক: আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকে তাহলে এই মাধ্যমকে কাজে লাগিয়ে আপনি অনলাইনে ইনকার করতে পারবেন। বর্তমান সময়ে অনলাইন টিউটরদের অনেক মূল্য রয়েছে। আমরা হয়তো ফেসবুক, ইউটিউবে অনেক শিক্ষককেই ক্লাস নিতে দেখি। আসলে তারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করার মাধ্যমে অনলাইনে থেকে ইনকাম করেন। তাছাড়া আমরা খেয়াল করলে দেখতে পাবো তারা তাদের কোর্স বিক্রি করে আরও বাড়তি টাকা আয় করেন। তবে আপনাকে যে কোন একটা বিষয়ে দক্ষ হতে হবে। যেমন- আপনি গণিত, ইংরেজেী, বাংলা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বা আপনি যে কোন বিষয়ে ভালো পারেন। এবং এই একটি বিষয় নিয়ে আপনাকে ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করে যেতে হবে। মনে রাখতে হবে শুরু কিন্তু আপনি ভালো কোন ফলাফল পাবেন না। তাই আপনাকে খুব ধৈর্য নিয়ে কাজ চালিয়ে যেতে হবে।

উদাহারণ স্বরূপ বলতে পারি, আমরা টেন মিনিটস স্কুল সম্পর্কে সবাই জানি। এই টেন মিনিটস স্কুল শুরুতে এমন ছিল না। তাদের অনেক চেষ্টার ফলে আজ তারা সফল। এবং তারা অনলাইনকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে আয় করে যাচ্ছে। শুধু টেন মিনিটস স্কুল কেন, এরকম আরও অনেকেই এভাবে এগিয়ে গেছেন। 

তাই আপনি যদি এই সময়ে এসে অনলাইন টিউটর হতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনি সফল হবে। এবং আপনার জন্য অনলাইন থেকে আয় করার ব্যপারটা একদম সহজ হয়ে যাবে।

এফিলিয়েট মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং: প্রথমেই জেনে নিই এফিলিয়েট মার্কেটিং কী? এফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি অন্য যে কোন ডিজিটাল বা ফিজিক্যাল পণ্য বিক্রির অনলাইন ওয়েবসাইট থেকে কোন একটা লিংক জেনারেট করে সেই লিংক থেকে ক্রেতাকে কেনাতে আগ্রহ করা এবং সেই বিক্রিত পণ্যে কমিশন নেওয়া। যদি বলি এই সময়টা এফিলিয়েট মার্কেটিং এর জন্য সব থেকে ভালো সময় তাহলে অবশ্যই কোন ভুল হবে। বা আপনি চাইলে বলতে পারেন এফিলিয়েট মার্কেটিং হচ্ছে পড়ন্ত বিকালের মতো। কিন্তু সময় শেষ হয়ে যায় নি, এটা আসতে আসতে আরও বেশি কার্যকর হবে। যদি আপনি এফিলিয়েট মার্কেটিং ভালো ভাবে শিখতে পারেন তাহলে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আপনি প্রত্যেক ইউটিউবারকে খেয়াল করে দেখেন তারা তাদের ইউটিউব ভিডিওর ডিস্ক্রিপশনে তারা বিভিন্ন লিংক শেয়ার করে। আসলে তারা এই ভাবেই এফিলিয়েট মার্কেটিং করে বাড়তি টাকা আয় করছেন। যদিও আমাদের দেশে এখন পর্যন্ত এফিলিয়েট মার্কেটিং এর তেমন কোন ওয়েবসাইট গড়ে উঠেনি, তারপরও আপনি যখন এই সেক্টরে কাজ করতে শুরু করবেন তখন আপনার সবকিছুর সর্ম্পকে ধারণা হবে। এবং আপনি অন্যদেশ থেকেও এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।

তাই আপনি যদি এই সময়ে এসে এফিলিয়েট মার্কেটিং কে পেশা হিসাবে বেছে নেন তাহলে অবশ্যই আপনি অনলাইনে ভালো কিছু করবেন।

ব্লগিং

ব্লগিং: আপনি যদি ভালো লেখালেখি করতে পারেন তাহলে এই সেক্টরটা আপনার জন্য। যেমন আপনি ট্রাভেলিং করতে পছন্দ। এবং আপনি চাইলেই আপনি যেখানে যেখানে যাচ্ছেন সেই জায়গাগুলোর ট্রাভেল ব্লগ লিখতে পারেন এবং অনলাইন থেকে ইনকাম করতে পারেন। এখন কথা হচ্ছে ব্লগ লিখে আবার কেমন করে ইনকাম করে। এর জন্য আপনার একটা ওয়েবসাইট লাগবে এবং আপনি চাইলে Blogger কে বেছে নিতে পারেন। কেননা এটা সম্পন্ন ফ্রি। Blogger এ কিভাবে ওয়েবসাইট বানাবেন সেই সম্পর্কে ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। সেই ভিডিও গুলো দেখে নিলে আপনি খুব সুন্দর একটা ওয়েবসাইট বানাতে পারবেন। এখানে আপনার কনন্টেট লিখে সেই ওয়েবসাইটকে মনিটাইজেশন করার মাধ্যমে আপনার ইনকাম হবে। তবে এর জন্য অবশ্যই আপনাকে কিছু জানতে হবে। যেমন- কিভাবে ব্লগ কনন্টেট, কিভাবে এসইও করবেন, কিভাবে মনিটাইজেশন অন করবেন ইত্যাদি । এখানে ক্লিক করে আপনি মনিটাইজেশনের শর্তগুলো সম্পর্কে জানতে পারেন।

সুতরাং আপনি ব্লগিং করেও অনলাইন থেকে আয় করতে পারবেন। ব্লগিং এমনটা সেক্টর এটার মাধ্যমে আমি দীর্ঘ দিন আয় করতে পারবেন। যেমন আপনি একটা পোষ্ট লিখে সেখান থেকে সারা জীবনই ইনকাম করা সম্ভব। তাই এই ব্লগিং সেক্টরটা হতে পারে আপনার অনলাইনের ইনকামের বড় একটা মাধ্যম।

ড্রপশিপিং

ড্রপশিপিং ব্যবসা: ড্রপশিপিং বিজনেস হচ্ছে এমন একটি বিজনেস যা করতে আপনার কোন রকম পুঁজি বা টাকা, পণ্য, দোকান বা গোদাম লাগবে না। আপনি অন্য কারও পণ্য আপনার মাধ্যমে বিক্রি করে ইনকাম করতে পাবরেন। এর জন্য আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেইজ লাগবে। ওয়েবসাইট বা ফেসবুক থেকে অর্ডার নিয়ে আপনি যেখান থেকে ড্রপশিপিং ব্যবসা করছেন সেখানে যোগাযোগের মাধ্যমে পণ্যটা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। বর্তমানে ড্রপশিপিং বিজনেস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের বাংলাদেশেও দিন দিন ড্রপশিপিং বিজনেস বেড়েই চলেছে।

তাই বলা যায়, আগামীতে ড্রপশিপিং বিজনেস বড় একটা সেক্টর হবে বলে আশা করা যায়। তাই আপনি চাইলেই এই মাধ্যমকে কাজে লাগিয়ে আপনার ক্যারিয়ার গড়ে তুলেতে পারেন।

ভিডিও কনটেন্ট

ভিডিও কনটেন্ট: আপনা সবাই ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে থাকেন। আপনি হয়তো বা এটাও জানেন ভিডিও বানিয়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। এর জন্য অবশ্যই আপনার একটা স্কিল লাগবে যে বিষয়ে আপনি খুব ভালো জানেন। যেমন- আপনি মানুষকে হাসাতে জানেন সেটা যেভাবেই হোক বা আপনি খুব ভালো গান গাইতে পারেন বা নাচতে পারেন। এখন আপনি এইগুলো নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারেন। মনিটাইজেশন হচ্ছে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করার একটা মাধ্যম। এবং এই মনিটাইজেশন পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। এখানে ক্লিক করে আপনি সেই শর্তগুলো জানতে পারেন। এখন একটা উদাহরণ দেওয়া যাক, আশা করি আপনারা অনেকেই MrBeast কে চিনে থাকবেন। তারপরও বলে রাখি তিনি হচ্ছে এখন পর্যন্ত সব থেকে বড় একজন ইউটিউবার। তার তার ইউটিউব চ্যালেনকে মনিটাইজেশনের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করে থাকেন। বিশ্বাস না হলে ইউটিউবে গিয়ে সার্চ করুন MrBeast তাহলে সব কিছু বুঝতে পারবেন। আপনি হয়তো বা ভাবছেন ভিডিও বানিয়ে এতো টাকা আয় করা সম্ভব? এই প্রশ্ন শুধু আপনি না আপনার মতো নতুনরাও এমন চিন্তা করে।

সুতরাং ভিডিও বানিয়ে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন। মজার ব্যপার হলো আপনি একই ভিডিও ইউটিউব বা ফেসবুক দুই জায়গায় আপলোড করে বাড়তি টাকা ইনকাম করতে পারেন।

সুপ্রিয় পাঠক অনলাইন টিউটর, এফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, ড্রপশিপিং বিজনেস এবং ভিডিও কনটেন্ট এই টি মাধ্যম আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে যে কোনটি একটি মাধ্যম নিয়েও কাজ করলে আশা করি আপনি অনলাইনে সফল হতে পারবেন এবং অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

নবীনতর পূর্বতন